ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

গুলশানে তৈরি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চেম্বার

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দলটি বিশেষভাবে বাসভবন ও অফিস প্রস্তুত করেছে। রাজধানীর গুলশান এলাকায় ১৯৬ নম্বর এভিনিউর বাসাতেই উঠবেন তারেক রহমান। একই এলাকার ভাড়া করা ‘ফিরোজা’ বাসাতেই অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের জন্য আলাদা চেম্বার তৈরি করা হয়েছে। এছাড়া দলের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনার জন্য গুলশানে নতুন একটি অফিস ভাড়া নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে গুলশানের ৯০ নম্বর সড়কের ১০/সি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শিরোনামে জাতীয় রিল মেকিং প্রতিযোগিতা কর্মসূচি ঘোষণা করেন তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।

দীর্ঘ ১৮ বছর লন্ডনে নির্বাসিত থাকার পর আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় ফিরে আসছেন তারেক রহমান। তার আগমনের প্রস্তুতি হিসেবে বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে দলের সর্বস্তরের নেতাকর্মীরা তাকে সংবর্ধনা জানাবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, নেতার আগমনে দেশের মানুষও অধীর আগ্রহে অপেক্ষা করছে।

গত সোমবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ সভায় তারেক রহমানকে কিভাবে স্বাগত জানানো হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তারেক রহমানের নতুন বাসভবন ১৯৬ নম্বর গুলশান এভিনিউর বাসাটি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হওয়ার পর তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভার সিদ্ধান্তে এই বাড়িটি বেগম খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়। পরে কয়েক মাস আগে গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও রাজউকের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রিজু এই বাড়ির দলিলপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে হস্তান্তর করেন।

বাসার নিরাপত্তা নিশ্চিত করতে সামনে নিরাপত্তা ছাউনি বসানো হয়েছে এবং সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়েও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আলাদা চেম্বার তৈরি করা হয়েছে।

নতুন অফিসের বিষয়ে বিএনপির মিডিয়া সেলের শায়রুল কবির খান বলেন, দলের নির্বাচন কার্যক্রম পরিচালনার জন্য এই কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মাহদী আমিন জানান, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরবেন এবং এই কার্যালয় থেকে নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে।

নির্বাসিত থাকা ১৮ বছর পর দেশে ফিরে আসা তারেক রহমানের আগমনে বিএনপির নেতাকর্মীরা সড়কপথে সুশৃঙ্খলভাবে উপস্থিত থেকে তাকে অভ্যর্থনা জানাবেন। দলের প্রস্তুতি অনুযায়ী তারেক রহমানের আগমন হবে দেশের রাজনৈতিক মহলে নতুন প্রত্যাশা ও উদ্দীপনার কেন্দ্রবিন্দু।

সংবাদটি শেয়ার করুন