ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ: বিজয় দিবসের বার্তা

মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানটি মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচারিত হয় । দর্শকরা ঘরে বসেই সরাসরি তার গুরুত্বপূর্ণ বক্তব্য শুনতে পারবেন।

এর আগে সকাল ৬টা ৫৬ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি সম্মান জানান। এই সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর যৌথ চৌকস দল তাকে রাষ্ট্রীয় অভিবাদন প্রদান করে। পুষ্পস্তবক অর্পণের পর নীরবে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং পরে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় প্রধান বিচারপতি, অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টাবৃন্দ, তিন বাহিনীর প্রধান, মুক্তিযোদ্ধা, কূটনীতিক এবং বিভিন্ন পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মহান বিজয় দিবসের প্রাক্কালে প্রফেসর মুহাম্মদ ইউনূসের ভাষণে দেশের স্বাধীনতা, জাতীয় ঐক্য এবং মুক্তিযুদ্ধের চেতনাকে তুলে ধরা হয়। এই ভাষণ দেশের মানুষের কাছে উৎসাহ এবং গৌরবের বার্তা হিসেবে গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন