সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ মনে করেন, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যকে সামনে রেখে একাত্তরে যে সংগ্রাম হয়েছিল, ১৯৭৫-এর চব্বিশের গণ-অভ্যুত্থান তার ধারাবাহিকতা।
তিনি বলেন, “চব্বিশকে আমরা আমাদের তরুণ সমাজের যে উদ্যম এবং সুন্দর সমাজ গঠনের প্রয়াসের প্রমাণ হিসেবে দেখি, সেটি মুক্তিযোদ্ধাদের মতোই সম্মাননীয়। একাত্তরের সঙ্গে তুলনা করা চলে না; এটি আমাদের স্বাধীনতার চলমান যাত্রা।”
বিজয় দিবসের সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে শারমীন বলেন, একাত্তরে আমরা গণতন্ত্র, সমতা ও ন্যায্যতার জন্য লড়েছিলাম। চব্বিশও মূলত সেই ন্যায্যতা ও সমান অধিকার অর্জনের প্রয়াস।
তিনি আরও উল্লেখ করেন, একাত্তর নিয়ে কোনো অনাকাঙ্ক্ষিত ব্যাখ্যা দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতে পারে, তাই তা করা উচিত নয়। শারমীন এস মুরশিদ বলেন, মুক্তিযুদ্ধের পর অনেক কিছু অর্জন করতে না পারার কারণে চব্বিশের গণ-অভ্যুত্থান ঘটে।
তিনি জোর দিয়ে বলেন, “চব্বিশের সঙ্গে একাত্তরের তুলনা করে সেটিকে ছোট করার দরকার নেই।
একাত্তর আমাদের জন্য গর্বের জায়গা, যেখানে কোনো অনাকাঙ্ক্ষিত ব্যাখ্যা দেশের সম্মান ক্ষুণ্ণ করতে পারবে না।”




