ঢাকা | শনিবার
৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় ধ্বংসাবশেষ থেকে ৪৫ জনের মৃ’ত’দেহ উদ্ধার

ফিলিস্তিনের গাজা সিটিতে ইসরায়েলি বাহিনী সরে যাওয়ার পর সেখানে সংঘটিত নারকীয় হামলার চিত্র ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। সোমবার ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, ধ্বংসস্তূপে চাপা পড়া একটি ভবন থেকে অন্তত ৪৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। হামলায় ভবনটি আগেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল।

ধ্বংসস্তূপের নিচে চাপা পরিবারের এক সদস্য আবু মুহাম্মদ সালেম দাবি করেছেন, মরদেহগুলো যথাযথভাবে দাফন করা হোক। তিনি বলেন, “আমার একটাই আশা, শেষ মরদেহটিও উদ্ধার করা হোক। সদস্যরা অন্তত স্বতন্ত্র কবরস্থানে সমাহিত হোক, যাতে আমরা জানতে পারি তারা কোথায় সমাহিত হয়েছেন।”

সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, বড় ও শক্তিশালী খননযন্ত্র থাকলে উদ্ধারকাজ আরও দ্রুত সম্পন্ন করা যেত। তবে বর্তমানে কাজের ধীরগতির কারণে পুরো প্রক্রিয়ায় প্রায় তিন বছর সময় লাগতে পারে।

গাজা কর্তৃপক্ষ আরও জানাচ্ছে, ছিটমহলে ভারী বৃষ্টিপাতের কারণে যুদ্ধ-বিধ্বস্ত ভবন ধসে পড়ার শঙ্কা তৈরি হয়েছে, যা ধ্বংসস্তূপের নিচে থাকা মরদেহ উদ্ধারকে কঠিন করছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় অন্তত ৭০,৬৫৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ধ্বংসস্তূপ থেকে নতুন মরদেহ উদ্ধার হওয়ায় মৃতের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন