নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানান।
ঘোষণাকালে মাসুদুজ্জামান মাসুদ বলেন, নির্বাচনের পরিবেশে তিনি ব্যক্তিগত নিরাপত্তাহীনতায় ভুগছেন। পাশাপাশি পরিবারের সদস্যদের ওপর চাপ ও উদ্বেগও তার সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, “নির্বাচনের সামনে এসে আমার নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। পরিবারের পক্ষ থেকেও আমাকে সরে দাঁড়াতে বলা হয়েছে। এসব বিবেচনায় নিয়ে আমি নিজের প্রার্থিতা প্রত্যাহার করছি।”
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক না হলে পরিবারকে ঝুঁকিতে ফেলে রাজনীতিতে থাকা কঠিন হয়ে পড়ে। তাই সব দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
উল্লেখ্য, বিএনপির হয়ে নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর থেকেই স্থানীয় রাজনীতিতে নানা আলোচনা চলছিল। শেষ পর্যন্ত নিরাপত্তা ও পারিবারিক কারণকে প্রাধান্য দিয়ে ভোটের দৌড় থেকে সরে দাঁড়ালেন তিনি।,




