ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আইপিএল নিলাম ২০২৬: হাই-ভোল্টেজ আয়োজনটি সরাসরি দেখুন

ক্রিকেটপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে। অবশেষে শুরু হয়ে গেছে ২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মিনি-নিলাম। আজ মঙ্গলবার, ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বসেছে এই হাই-ভোল্টেজ আয়োজন, যেখানে প্রতিটি বিডই নির্ধারণ করে দিতে পারে আগামী আইপিএল মৌসুমের শক্তির সমীকরণ।

এবারের নিলামে আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজি মোট ৭৭টি খেলোয়াড়ের স্লট পূরণে ব্যয় করছে ২৩৭.৫৫ কোটি টাকা। এই মিনি-নিলামের হাত ধরেই মূলত তৈরি হবে আইপিএল ২০২৬-এর দলগুলো। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মার্চের শেষ দিকে মাঠে গড়াবে নতুন মৌসুম।

আইপিএল নিলাম ২০২৬: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ

নিলাম যেহেতু ইতোমধ্যে সরাসরি চলছে, তাই এক নজরে দেখে নিন সম্প্রচারসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য-

নিলামের তারিখ: আজ, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর

স্থান: আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত (UAE)

শুরুর সময়:

ভারতীয় সময় (IST): দুপুর ২টা ৩০ মিনিট

বাংলাদেশ সময়: দুপুর ৩টা

টিভিতে সরাসরি: স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং: JioHotstar অ্যাপ ও ওয়েবসাইট

বিশেষ আয়োজন: দৈনিক আনন্দবাজার-এ আইপিএল নিলাম লাইভ

যারা সহজ, ঝামেলাহীন ও কম ডেটা খরচে আইপিএল ২০২৬ মিনি-নিলাম উপভোগ করতে চান, তাদের জন্য রয়েছে দৈনিক আনন্দবাজার-এর বিশেষ লাইভ আয়োজন। এদিক–ওদিক ঘুরে সময় নষ্ট না করে সরাসরি দৈনিক আনন্দবাজার-এ দেখুন IPL 2026 মিনি-নিলাম লাইভ। নিরবিচ্ছিন্ন স্ট্রিমিং, হাই-কোয়ালিটি ভিডিও এবং সহজ অ্যাক্সেস সব এক জায়গায়।

আরও আপডেট পেতে

আইপিএল নিলাম ছাড়াও ক্রিকেটসহ সব ধরনের খেলাধুলার সর্বশেষ খবর, লাইভ স্কোর ও ব্রেকিং আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ফলো করুন।
এছাড়া গুগলে দৈনিক আনন্দবাজার লিখে সার্চ করে ওয়েবসাইটে প্রবেশ করে Sports ক্যাটাগরিতে ক্লিক করলেই পাবেন খেলার দুনিয়ার সব আপডেট।

সরাসরি দেখতে এখানে ক্লিক করুন।

সংবাদটি শেয়ার করুন