ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে ঐক্যের ডাক নাহিদ ইসলামের

মহান বিজয় দিবসের সকালে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সামনের বাংলাদেশে জনগণের বিজয় অবশ্যম্ভাবী।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশের জন্ম হয়েছিল সাম্য ও মানবিক মর্যাদার আকাঙ্ক্ষা থেকে। কিন্তু স্বাধীন ভূখণ্ড পেলেও সাধারণ মানুষ সেই কাঙ্ক্ষিত সাম্য ও মর্যাদা আজও পায়নি।

নাহিদ ইসলাম আরও বলেন, স্বাধীনতার আদর্শের বিপরীতে দেশে দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী শাসন কায়েম করা হয়েছিল। এর ফলে মানুষের অধিকার ক্ষুণ্ন হয়েছে এবং রাষ্ট্রীয় কাঠামো দুর্বল হয়েছে।

বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, পতিত শক্তিগুলো বাংলাদেশকে অস্থিতিশীল করতে এবং নির্বাচন বানচাল করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত। এ অবস্থায় নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করতে হবে, শুধু সরকারের ওপর নির্ভর করলে চলবে না।

নির্বাচন প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, তাদের দলের প্রার্থীরা গণভোটের প্রার্থী হিসেবে জনগণের কাছে যাবে। সংস্কারের পক্ষে জনমত ও গণজোয়ার তৈরি করাই এনসিপির মূল লক্ষ্য।

শেষে তিনি বলেন, ভবিষ্যতমুখী রাজনীতি গড়ে তুলতে হলে তরুণদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তরুণদের শক্তিতেই একটি ন্যায্য, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

সংবাদটি শেয়ার করুন