ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বদরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতা গ্রেফতার

রংপুরের বদরগঞ্জ উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৫ ডিসেম্বর) গভীর রাতে গোপীনাথপুর ইউনিয়নের বাবুপাড়া এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তির নাম ইমাম মাহাদী (২৮)। তিনি বাবুপাড়া গ্রামের বাসিন্দা ও মোশারফ হোসেনের ছেলে। স্থানীয়ভাবে তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা হিসেবে পরিচিত।

পুলিশ সূত্রে জানা যায়, ইমাম মাহাদী দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। তার বিরুদ্ধে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি সৃষ্টি এবং সংগঠিত সহিংসতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকেই গ্রেফতার করা হয়।

এ বিষয়ে বদরগঞ্জ থানার এসআই বিদ্যুৎ কুমার মজুমদার জানান, সোমবার রাতে বাবুপাড়া গ্রামে অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক লীগের ওই নেতাকে আটক করে থানায় আনা হয়।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জাহিদ সরকার জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গোপীনাথপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম মাহাদীকে গ্রেফতার করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে রংপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন