ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সরকারি অনুষ্ঠানে মুসলিম নারীর হিজাব জোরপূর্বক খুলে দেওয়া

ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার সোমবার (১৫ ডিসেম্বর) সরকারি এক অনুষ্ঠানে এক মুসলিম নারীর হিজাব টান দিয়ে খুলে দেওয়ার কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। ঘটনাটি পাটনার একটি সরকারি অনুষ্ঠানে ঘটে, যেখানে মুখ্যমন্ত্রী এক আয়ুষ চিকিৎসককে নিয়োগপত্র প্রদান করছিলেন। ভিডিওতে দেখা যায়, ৭৪ বছর বয়সী নীতিশ কুমার ওই নারীর হিজাব সরানোর জন্য ইশারা করেন এবং নারী চিকিৎসক কিছু বোঝার আগেই নিজেই তার হিজাব তুলে দেন, যাতে মুখ ও থুতনি প্রকাশ্যে আসে।

ভিডিওতে পেছনে উপস্থিত কিছু ব্যক্তি হেসে উঠেছেন, এবং বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী নীতিশকে থামানোর চেষ্টা করেছেন। এই ঘটনায় বিরোধী দলগুলো নীতিশ কুমারের মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। কংগ্রেস দলের পক্ষ থেকে এই আচরণকে ‘লজ্জাজনক’ ও ‘ঘৃণ্য’ বলে উল্লেখ করে অবিলম্বে পদত্যাগের দাবি জানানো হয়েছে। আরজেডিও সমালোচনা করে বলেছে, হিজাব করা মুসলিম নারীর প্রতি এমন আচরণ জেডিইউ ও বিজেপির নারীদের ক্ষমতায়ন নীতি নিয়ে সংশয় সৃষ্টি করছে।

এর আগেও নীতিশ কুমার বিতর্কে জড়িয়েছিলেন। গত নভেম্বর বিহার বিধানসভা নির্বাচনের আগে এক জনসভায় নারীর মালা পরানোর ঘটনার ভিডিও ভাইরাল হলে তিনি সমালোচনার মুখে পড়েছিলেন। ওই সময়ও একটি প্রয়াসে সংসদ সদস্য নীতিশকে থামানোর চেষ্টা করলে তিনি তাকে ধমক দিয়েছিলেন। এই সাম্প্রতিক ঘটনায় মুখ্যমন্ত্রীর আচরণ এবং নারীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন নতুন করে তীব্রভাবে উঠেছে।

সংবাদটি শেয়ার করুন