ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিজয় দিবসের এয়ার শোতে তেজগাঁও বিমানবন্দরে মানুষের ঢল

মহান বিজয় দিবসের আনন্দে তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর আজ পূর্ণ হয়ে উঠেছে দর্শনার্থীদের ঢলে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ১০টা থেকেই বিমানবন্দর এলাকায় মানুষের আগমন শুরু হয়। প্রবেশপথে দীর্ঘ সারি তৈরি হয়েছে, নিরাপত্তা তল্লাশির পর দর্শনার্থীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

এয়ার শোতে সেনাবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। ইতিমধ্যেই হাজারো মানুষ এয়ার শো দেখতে বিমানবন্দর চত্বরে পৌঁছেছেন। দর্শনার্থীদের অনেকের হাতে জাতীয় পতাকা, কেউ কপালে জাতীয় পতাকার ফিতা বেঁধে এসেছেন, আবার অনেকে বিজয় দিবসের লেখা সংবলিত পোশাক ও লাল-সবুজের রঙে সাজানো।

তথ্যবিবরণীতে জানানো হয়, এয়ার শোটি সকাল ১০টায় শুরু হয়েছে এবং এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত। নিরাপত্তার কারণে তেজগাঁও পুরাতন বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় ড্রোন উড়ানো বন্ধ রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন