মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেমেছে সর্বস্তরের মানুষের ব্যাপক ঢল। লাল-সবুজের আবেশে মুখরিত স্মৃতিসৌধ প্রাঙ্গণে ফুলেল শ্রদ্ধা, ভালোবাসা ও আবেগে স্মরণ করা হচ্ছে দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের।
মঙ্গলবার ভোর থেকেই জাতীয় স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের ভিড় জমতে শুরু করে। সূর্য ওঠার আগেই বিভিন্ন বয়স ও শ্রেণিপেশার মানুষ হাতে ফুল, ব্যানার ও জাতীয় পতাকা নিয়ে স্মৃতিসৌধে উপস্থিত হন। সকালবেলায় রাষ্ট্রপতি ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তাঁদের শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়।
এদিকে মহান বিজয় দিবসকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় চার স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করছেন নিরাপত্তাকর্মীরা। সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বক্ষণ তৎপর রয়েছেন।




