অথর্ব নির্বাচন কমিশনের নেতৃত্বে দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব নয়—এমন অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (১৫ ডিসেম্বর) শহীদ মিনারে ইনকিলাব মঞ্চ আয়োজিত ওসমান হাদির ওপর হত্যাচেষ্টা বিরোধী সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম জানান, আজকের সমাবেশের মূল উদ্দেশ্য হলো স্পষ্ট বার্তা দেওয়া যে বাংলাদেশ এবং জুলাই বিপ্লবের তরুণ শক্তি একসঙ্গে আছে। ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার মধ্য দিয়ে আসলে জুলাই বিপ্লবকে আঘাত করা হয়েছে। বাংলাদেশ যখনই আক্রান্ত হয়, তখনই তরুণরা প্রতিরোধে রাস্তায় নামে—ইতিহাস তা বারবার প্রমাণ করেছে।
তিনি আরও বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি এখন জনমনে স্পষ্ট। ৫ আগস্টের পর দেশ এখনো স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ফিরে আসতে পারেনি। বরং জুলাই বিপ্লবীদের লক্ষ্য করে ধারাবাহিকভাবে হামলা চালানো হয়েছে।
আগামীকাল বিজয় দিবস উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ৫৪ বছরের ইতিহাস স্মরণ করলে দেখা যায়—১৬ ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছি ঠিকই, পাশাপাশি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধের পথও তখন থেকেই শুরু হয়েছিল। সেই প্রতিরোধ আজও শেষ হয়নি। তিনি ঘোষণা দেন, বিজয় দিবসে দেশের প্রতিটি রাস্তায় প্রতিরোধ মিছিল হবে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবাই একসঙ্গে দাঁড়াবে।
তিনি আরও বলেন, ভারত যদি মনে করে ৫ আগস্টের পরও আগের মতো বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করতে পারবে এবং নির্বাচনে প্রভাব বিস্তার করবে—তবে সেটি ভুল ধারণা। ওসমান হাদির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রধান নির্বাচন কমিশনারের মন্তব্যের পর তার এই পদে থাকার নৈতিক বৈধতাই প্রশ্নবিদ্ধ। এমন অবস্থায় তার নেতৃত্বে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। তিনি প্রত্যাশা করেন, সিইসি অবিলম্বে নিজের বক্তব্য প্রত্যাহার করবেন।




