বাংলাদেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার ও মানবাধিকারকে উপেক্ষা করে আওয়ামীলীগের যে নেতারা সন্ত্রাসী কার্যক্রমে উসকানি দিচ্ছে তাদের আশ্রয় দিলে ভারতের সেভেন সিস্টারকে আলাদা করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত সমাবেশে সোমবার এ কথা বলেছেন তিনি। একই সমাবেশে বাংলাদেশেকে ফিলিস্তিনে পরিণত করতে চায় ভারত বলেও মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ।
তিনি আরও দাবি করেন, যারা এখনো দিল্লির তাবেদারি করছে তাদের বিরুদ্ধে লড়াই করে তৃতীয় স্বাধীনতা অর্জন করা হবে। একই সঙ্গে নির্বাচন কমিশনকে লক্ষ্য করে কড়া ভাষায় সমালোচনা করে তিনি বলেন, একটি প্রাণহানি কমিশনের কাছে কেবল সংখ্যা মাত্র, এমন মেরুদণ্ডহীন কমিশনের কি পরিণতি হয় অপেক্ষায় আছেন তিনি।
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রসঙ্গে ক্যাম্পাসে ‘নীল দল’-সংশ্লিষ্ট শিক্ষকদের বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়ার দাবি তোলেন তিনি।
রাজনৈতিক দল ও নেতাদের উদ্দেশেও মন্তব্য করেন তিনি। যারা শহিদ মিনারের কর্মসূচিতে অংশ নেননি তাদের ক্ষমতার লোভে অন্ধ না হতে সতর্ক সতর্ক করেন তিনি। উপস্থিত রাজনৌতিক নেতাদের উদ্দেশে বলেন, যারা এসেছেন তারা এখানে বক্তব্য দিয়ে যদি আসন-নেগোসিয়েশনে জড়ান তাহলে জাতীয় ঐক্য গড়ে উঠবে না।
সমাবেশে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জুলাই অভ্যুত্থানের গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও সংশ্লিষ্টদের আশ্রয় দেওয়া হলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কখনোই স্বাভাবিক হবে না। তিনি বলেন, বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস যদি এ দেশের মানুষের আকাঙ্ক্ষা ও দাবি ভারতের কাছে উপস্থাপন করতে ব্যর্থ হয়, তবে সেই ভবনগুলোর প্রয়োজনীয়তাই থাকে না।
শেষদিকে তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে জুলাই আন্দোলন ও আন্দোলনের যোদ্ধাদের ওপর কেউ আঘাত হানতে চাইলে তার প্রতিক্রিয়া সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়বে।




