ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

হাসিনা-কামাল: মৃত্যুদণ্ডের লড়াই শুরু

জুলাইয়ের অভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের জন্য রাষ্ট্রপক্ষ আপিল করেছেএই আপিলের মাধ্যমে রাষ্ট্রপক্ষ তাদের অভিযোগের প্রমাণ এবং যুক্তি পুনর্বিবেচনার দাবি জানাচ্ছে

সোমবার (১৫ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল দায়েরের পর প্রসিকিউটর গাজী এম এইচ তামীম জানান, মোট আটটি যুক্তি দেখিয়ে মৃত্যুদণ্ডের জন্য আপিল করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, এই আপিলের মাধ্যমে আদালতকে পুনর্বিবেচনা করতে বলা হয়েছে যাতে বিচার প্রক্রিয়া আরও সঠিক ও সুবিচারসম্পন্ন হয়।

উল্লেখযোগ্য, গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি অভিযোগে ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড প্রদান করে। একই সঙ্গে আরেকটি অভিযোগে তাদের আমৃত্যু কারাদণ্ড দেওয়ার রায় দেন ট্রাইব্যুনাল।

এই আপিলের মাধ্যমে রাষ্ট্রপক্ষ আশা করছে, মৃত্যুদণ্ড সংক্রান্ত সিদ্ধান্তের পুনর্বিবেচনা করা হবে এবং প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন