ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সন্ত্রাসবিরোধী মামলায় আনিস আলমগীরের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ শুনানি আজ

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার হওয়া সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান আদালতে রিমান্ড আবেদন দাখিল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক শামীম।

এর আগে রোববার রাতের দিকে আনিস আলমগীরকে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে আনা হয়। সেখানে তাকে জানানো হয়, ডিবি প্রধান তার সঙ্গে কথা বলবেন। জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যেই তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সোমবার দুপুর ৩টা ৪০ মিনিটের দিকে ডিবির প্রধান মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আনিস আলমগীরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। তিনি আরও বলেন, এই মামলায় আনিস আলমগীরসহ মোট পাঁচজনকে আসামি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন