ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টা সংক্রান্ত মামলা পল্টন মডেল থানা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), মতিঝিল বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, পল্টন থানায় দায়েরকৃত মামলাটি ডিবি মতিঝিল বিভাগে হস্তান্তর করা হয়েছে। এখন এই মামলার তদন্ত ডিবি মতিঝিল বিভাগ পরিচালনা করবে।
পল্টন থানার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া জানিয়েছেন, ওসমান হাদিকে গুলির ঘটনায় গত রোববার রাতে পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় একজনকে আসামি করা হয়েছে।
ঘটনা ঘটেছিল গত শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর। হাদিকে খুব কাছ থেকে তার মাথায় গুলি করা হয় মোটরসাইকেলে থাকা দুই সন্ত্রাসীর দ্বারা। পরে তারা দ্রুত স্থান ত্যাগ করে।
ঘটনার পর হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর একটি অপারেশন শেষে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। আজ দুপুরে উন্নত চিকিৎসার জন্য হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।




