ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নির্মাতা অনন্য মামুনের ওপর হত্যার হুমকি

নির্মাতা অনন্য মামুন হাদিকে নিয়ে লেখার পর থেকে হত্যার হুমকির মুখে পড়েছেন। সোমবার বিকেলে নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, হাদিকে নিয়ে স্ট্যাটাস দেওয়ার পর থেকে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে।

তিনি লিখেছেন, “তারা তো জানে না, হাদি আমার কাছে একটি ভালোবাসার নাম। আর মৃত্যুর ভয় কখনো পাই না। যেদিন পৃথিবীতে এসেছি, সেই দিনই আল্লাহতালা আমার মৃত্যুর দিন ঠিক করেছেন।”

এর আগে অনন্য মামুন হাদিকে নিয়ে একটি পোস্টে লিখেছিলেন, হাদির মতো তরুণ রাজনীতিক দেখান যে সব দলের সমালোচনা করার সাহস রাখে।

এছাড়া তিনি মডেল মারিয়া কিসপোট্টার বিষয়েও পোস্ট দিয়ে দাবি করেন, মারিয়াকে আইনের আওতায় আনা হোক। অনন্য মামুন অভিযোগ করেন, মারিয়া ওসমান হাদি প্রসঙ্গে কথা বলে তাকে অপমান করেছেন।

এদিকে, এই ঘটনায় নির্মাতা অনন্য মামুন, মাবরুর রশিদ বান্নাহ এবং অভিনেত্রী রুকাইয়া জাহান চমকও হুমকির মুখে পড়েছেন।

সংবাদটি শেয়ার করুন