জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকার প্রতি আন্তর্জাতিক অঙ্গনে যে স্বীকৃতি রয়েছে, তা আবারও উল্লেখ করে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন— বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অনন্য অবদান রাখছেন।
রবিবার এক শোকবার্তায় সুদানে জাতিসংঘ মিশনে দায়িত্ব পালনকালে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষীর মর্মন্তুদ মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশের শান্তিরক্ষীরা যে নিষ্ঠা, আত্মত্যাগ ও পেশাদারিত্ব দেখিয়ে আসছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। সুদানে নৃশংস হামলার ঘটনা গভীর উদ্বেগের বিষয় বলেও মন্তব্য করেন তিনি।
সাখাওয়াত হোসেন আরও বলেন, দায়িত্ব পালনকালে ছয়জন বীর শান্তিরক্ষীর শহীদ হওয়া জাতির জন্য এক গভীর ক্ষতি। বিশ্বশান্তি ও মানবতার সেবায় নিয়োজিত অবস্থায় তাদের এই আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য, ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় সংঘটিত এক নৃশংস হামলায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী শহীদ হন এবং আরও ৮ জন গুরুতর আহত হন।
শোকবার্তায় ড. এম সাখাওয়াত হোসেন শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহত ৮ জন শান্তিরক্ষীর দ্রুত সুস্থতা কামনা করে তিনি সুদানে চলমান সহিংসতা বন্ধে সংশ্লিষ্ট পক্ষগুলোকে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।




