ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ তিন দফা দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা ডাকসু ভবনের সামনে জড়ো হতে শুরু করেছেন।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১২টায় সরেজমিনে দেখা যায়, একের পর এক মিছিল নিয়ে শিক্ষার্থীরা ডাকসু ভবনের সামনে সমবেত হচ্ছেন।
এ সময় তারা ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা ক’বো’, ‘দিকে দিকে জেগে ওঠো, বীরজনতা প্রতিরোধ করো’, ‘সারা বাংলায় খবর দে, লীগের কবর দে’—এমন নানা স্লোগান দেন।
এর আগে রবিবার রাতে ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ তিন দফা দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা দেয় ডাকসু।




