ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

দুপুরেই সিঙ্গাপুরে পাঠানো হবে ওসমান হাদিকে

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে

রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর এবং হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে একটি জরুরি কল-কনফারেন্সে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গত দুদিন ধরে হাদির চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালে যোগাযোগ করলেও শেষমেশ সিদ্ধান্ত হয়, তাকে সিঙ্গাপুরের ন্যাশনাল নিউরোসায়েন্স ইন্সটিটিউটে নেওয়া হবে।

এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক দলের পরামর্শ ও পরিবারের সঙ্গে আলোচনার পর প্রধান উপদেষ্টাকে বিষয়টি জানানো হয়।

ডা. মো. সায়েদুর রহমান জানিয়েছেন, বর্তমানে হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল ও অপরিবর্তিত। সোমবার দুপুরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হবে। এজন্য প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণ সংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

হাদির সঙ্গে সিঙ্গাপুরে তার ভাই ওমর হাদি এবং আরও একজন সহযাত্রী যাবেন। তার চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। প্রধান উপদেষ্টা সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন, চিকিৎসার পুরো প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখা হোক।

সংবাদটি শেয়ার করুন