ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে আছেন সাংবাদিক আনিস আলমগীর। জিজ্ঞাসাবাদের জন্য রোববার সন্ধ্যায় তাকে ডিবি কার্যালয়ে আনা হয় এবং সোমবার সকাল পর্যন্ত সেখানেই রাখা হয়েছে বলে জানা গেছে। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, রোববার দিবাগত রাত সোয়া একটার দিকে আনিস আলমগীরকে ডিবির কার্যালয়ে নেওয়া হয়।
ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে গণমাধ্যমকে জানান, আনিস আলমগীর এখনও ডিবি কার্যালয়ে অবস্থান করছেন। তার বিষয়ে পরবর্তী করণীয় শিগগিরই নির্ধারণ করা হবে।
এর আগে রোববার রাত সাড়ে আটটার দিকে আনিস আলমগীর নিজেই মুঠোফোনে গণমাধ্যমকে বলেন, ধানমণ্ডির একটি জিম থেকে তাকে নিয়ে আসা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে কথা বলবেন।
এদিকে একই রাতে জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগে সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ মোট চারজনের নাম উল্লেখ করা হয়েছে; অন্য দুই অভিযুক্ত হলেন মারিয়া কিশপট্ট ও ইমতু রাতিশ ইমতিয়াজ। বিষয়টি ঘিরে তদন্ত ও পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।




