ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জা ফখরুলের মেয়ে ভোট চাইলেন ধানের শীষে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট মেয়ে মির্জা সাফারুহ ঠাকুরগাঁওয়ে এক উঠান বৈঠকে সমর্থকদের উদ্দেশে বলেছেন, “আমার বাবাকে শুধু রাজনীতি করার কারণে ১১ বার জেল  খেটেছেন

আপনারা যেমন অত্যাচারিত হয়েছেন, আমরাও কম নয়তারপরও আমরা সুদিন দেখার প্রত্যাশা রাখি।” তিনি সমর্থকদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, তার বাবা শুধু ঠাকুরগাঁওয়ের নয়, পুরো দেশের মহাসচিব

তিনি হিন্দু সম্প্রদায়ের প্রতি সমর্থন ব্যক্ত করে বলেন, তার বাবা ছোটবেলা থেকেই মন্দিরে পূজার সময় তাঁদের সঙ্গে যেতেন। তিনি ধর্মভিত্তিক ভোট চাওয়ার প্রথার বিরোধিতা করে বলেন, ভালো কাজ ও ধর্মীয় আচার-অনুষ্ঠানই মানুষের মূল বিচার।

আমরা আমাদের আমল নিজেরাই তৈরি করি, কোনো মার্কা আমাদের জন্য জান্নাত বা দোজখ নির্ধারণ করতে পারবে না,” যোগ করেন তিনি।

মির্জা সাফারুহ বিএনপিতে ভোট দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, তার বাবা একজন সৎ মানুষ এবং এটাই সবচেয়ে বড় কারণে সমর্থকদের তাকে ভোট দিতে হবে।

তিনি নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ প্রকল্পের প্রসঙ্গ টেনে বলেন, এটি নারী জাতিকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলবে এবং পরিবারের জন্য সম্মান বৃদ্ধি করবে।

তিনি সমর্থকদের আবারও ধানের শীষে ভোট দেওয়ার জন্য দোয়া ও সহায়তার আহ্বান জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম, জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস, সাধারণ সম্পাদক নাজমা পারভিন এবং ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন