ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে পালানো হাদির হামলাকারীর সেলফি ভাইরাল

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানো ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ভারতে পালিয়ে গেছেন বলে আগেই দাবি করেছিলেন প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সায়েরএবার তিনি নতুন তথ্যও জানিয়েছেন

রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে ফেসবুক পোস্টে সায়ের বলেন, ফয়সাল করিম মাসুদ ভারতে পৌঁছে হাদির ওপর হামলার সেলফি পাঠিয়েছেন। তিনি লিখেছেন, “ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর ঘটনার সঙ্গে জড়িত শ্যুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন গত ১২ ডিসেম্বর সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছেন।

পরে জাহাঙ্গীর কবির নানকের পিএস মো. মাসুদুর রহমান বিপ্লব ফয়সালকে একটি ভারতীয় নম্বর (+৯১৬০০১৩৯৪০**) জোগাড় করে দিয়েছেন।”

সায়ের আরও উল্লেখ করেন, “ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এই নম্বর ব্যবহার করে সেলফি কয়েকটি নম্বরে পাঠান। যে নম্বরে ছবি পাঠানো হয়, তা ইন্টারসেপ্ট করে পাওয়া গেছে এবং ছবিটি গতকাল ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে তোলা হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন