ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ভোটের আগে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে বিভাগীয় কমিশনার ও ডিসিদের নির্দেশনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন-পূর্ব সময়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসক এবং রিটার্নিং অফিসারদের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।

ইসি সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপ সচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরে গতকাল রোববার এ সংক্রান্ত পত্র জারি করা হয়। চিঠিতে আসন্ন নির্বাচন ঘিরে প্রশাসনিক দায়িত্ব পালনে সতর্কতা ও আচরণবিধি অনুসরণের বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়েছে।

পত্রে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল গত ১১ ডিসেম্বর ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনী আচরণবিধি প্রসঙ্গে জানানো হয়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ১৮ অনুযায়ী নির্ধারিত শর্ত সাপেক্ষে ভোটগ্রহণের তিন সপ্তাহ আগে থেকে ভোটের ৪৮ ঘণ্টা পূর্ব পর্যন্ত আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা চালানো যাবে।

তবে এই সময়সীমার বাইরে নির্বাচনী পরিবেশ ক্ষুণ্ন না করে এবং আচরণবিধির শর্ত মেনে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন, পাশাপাশি ধর্মীয়, সামাজিক কিংবা অন্যান্য অনুষ্ঠান আয়োজন করা যেতে পারে বলে চিঠিতে বলা হয়েছে।

এ ধরনের কোনো অনুষ্ঠান আয়োজনের আগে অবশ্যই সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের সম্মতি বা অনুমতি গ্রহণ করতে হবে এ বিষয়টি স্পষ্ট করে নির্দেশনায় উল্লেখ করেছে নির্বাচন কমিশন।

সংবাদটি শেয়ার করুন