ঢাকা | বুধবার
২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ওসমান হাদিকে গুলির ঘটনায় পরিবারের মামলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে পল্টন থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) পল্টন থানার ডিউটি অফিসার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) রকিবুল হাসান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এ মামলার বাদী হয়েছেন হাদির একজন আত্মীয়। মামলাটি তদন্ত করছেন পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া।

হামলার ঘটনায় এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী ৬ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে রয়েছে গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, বর্ডার দিয়ে মানুষ পাচারকারী চক্রের দুইজন এবং অভিযুক্ত ফয়সালের স্ত্রী, শ্যালক ও এক নারী। এছাড়া, রোববার (১৪ ডিসেম্বর) ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মো. আব্দুল হান্নানকে আদালত ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছে।

এর আগে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় সন্দেহজনকভাবে আব্দুল হান্নানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। পরে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুক ফারুকী জানান, হত্যাচেষ্টার রহস্য উদঘাটনের জন্য হান্নানের রিমান্ড প্রয়োজন, বিশেষ করে মোটরসাইকেল কীভাবে সেখানে পৌঁছেছে তা তদন্তের জন্য।

শুনানিতে হান্নান জানায়, তিনি বাইকটি মিরপুর মাজার রোড থেকে কিনেছিলেন এবং পরে অসুস্থ হওয়ায় কেউ চালাতে পারেনি। পরে বাইকটি শোরুমে বিক্রি করেছেন এবং নাম পরিবর্তনের কথা জানিয়েছিলেন। আদালত তদন্তে সহযোগিতা নিশ্চিত করার শর্তে তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সংবাদটি শেয়ার করুন