দেশের সর্বোচ্চ আদালতের পরিবেশ শান্ত রাখা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। রোববার (১৪ ডিসেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, এখন থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের এজলাস কক্ষে আইনজীবী ব্যতীত অন্য কোনো বিচারপ্রার্থী বা অনাকাঙ্ক্ষিত ব্যক্তি প্রবেশ করতে পারবেন না।
মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ইদানীং লক্ষ্য করা যাচ্ছে যে, আদালতের এজলাস কক্ষগুলোতে বিচারপ্রার্থী, মামলা সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি এবং বহিরাগতদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। এই অবাধ চলাচলের ফলে বিঘ্নিত হচ্ছে বিচারিক কার্যক্রম। এমন পরিস্থিতিতে বিচারপতি, আইনজীবী এবং আদালত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে।
নতুন এই নির্দেশনায় কেবল এজলাসে প্রবেশই নয়, পুরো আদালত চত্বরের শৃঙ্খলার বিষয়েও সতর্ক করা হয়েছে। নির্দেশ অনুযায়ী, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এখন থেকে যেকোনো ধরনের মিছিল, সভা-সমাবেশ আয়োজন করা সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া আদালত এলাকায় বৈধ বা অবৈধ অস্ত্র, বিস্ফোরক দ্রব্য কিংবা মাদকদ্রব্য বহন বা সঙ্গে রাখার ওপরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
যেহেতু বাংলাদেশের প্রধান বিচারপতিসহ উভয় বিভাগের বিচারপতিগণ এখানে বিচারকার্য পরিচালনা করেন, তাই সুপ্রিম কোর্টকে রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে গণ্য করা হয়। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, আদালতের স্বাভাবিক কার্যক্রম ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতেই বহিরাগত ও বিচারপ্রার্থীদের প্রবেশাধিকার সীমিত বা নিয়ন্ত্রিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




