রাজধানীর বাড্ডা এলাকায় মাত্র দুই দিনের ব্যবধানে আবারও একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটল।
সর্বশেষ ঘটনাটি ঘটে রোববার (১৪ ডিসেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটের দিকে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, মিরপুরগামী আছিম পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান নিশ্চিত করেছেন, তাদের ইউনিট তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উত্তর বাড্ডার এএমজেড হাসপাতালের কাছাকাছি বাসটিতে আগুন দেওয়া হয়। তবে কে বা কারা এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ প্রসঙ্গে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল ইসলাম বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনার কারণ এবং জড়িতদের পরিচয় এখনও স্পষ্ট নয়।”
মাত্র দু’দিন আগেই গত ১২ ডিসেম্বর রাত পৌনে ৮টার দিকে বাড্ডার গুদারাঘাট এলাকায়ও একটি চলন্ত বাসে একই ধরনের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। সেই সময়েও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছিল।




