ঢাকার ধানমন্ডি এলাকা থেকে জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে তাঁকে কী উদ্দেশ্যে ডিবি হেফাজতে আনা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।
রোববার রাতে আনিস আলমগীর নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে তিনি মুঠোফোনে জানান, তিনি বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন।
আনিস আলমগীর বলেন, কারা তাঁকে তুলে এনেছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। শুধু এটুকু বলতে পারেন যে, এখন তিনি ডিবি কার্যালয়েই অবস্থান করছেন। কেন ডিবি কার্যালয়ে আনা হয়েছে সে বিষয়ে এখনো তাকে কিছু জানানো হয়নি। তিনি নিজেও নির্দিষ্ট কোনো কারণ বলতে পারছেন না।
ধানমন্ডির একটি জিম থেকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। আনুমানিক রাত আটটার দিকে তিনি সেখানে পৌঁছান। গণমাধ্যকে দেওয়া বক্তব্যে আনিস আলমগীর বলেন, ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে, সংস্থাটির প্রধান তাঁর সঙ্গে কথা বলবেন। তবে সেই সাক্ষাৎ হয়নি বলে তিনি জানান।
আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন টকশোতে বিভিন্ন বক্তব্যের কারণে তিনি আলোচনায় ছিলেন।
এদিকে, আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়ার বিষয়ে জানতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও রাত পর্যন্ত তাঁদের কারও কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।




