ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সিঙ্গাপুর নয়, ব্যাংকক নেওয়া হবে শরিফ ওসমান হাদিকে

উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সোমবার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। রোববার বিকেলে তার ভাই ওমর বিন হাদি বিষয়টি নিশ্চিত করে জানান, চিকিৎসকদের পরামর্শ ও পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী সিঙ্গাপুরের পরিবর্তে ব্যাংকককেই বেছে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এ বিষয়ে সরকার পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সোমবার সকালেই এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে ব্যাংককে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে এবং এর জন্য প্রায় ৫২ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। এর আগে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, হাদির চিকিৎসার যাবতীয় ব্যয় সরকার বহন করবে, তবে সবকিছুই চিকিৎসকদের অনুমোদন ও প্রয়োজন অনুযায়ী বাস্তবায়ন হবে।

এর আগে বিভিন্ন সূত্রের বরাতে জানা গিয়েছিল, উন্নত চিকিৎসার জন্য হাদিকে সিঙ্গাপুর নেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার। এমনকি রোববার সকালেই প্রয়োজনীয় আনুষ্ঠানিকতাও সম্পন্ন করা হয়। তবে পরবর্তীতে পরিবারের ইচ্ছা ও চিকিৎসা সুবিধা বিবেচনায় গন্তব্য পরিবর্তন করে থাইল্যান্ডের ব্যাংকক নির্ধারণ করা হয়।

হাদির গুরুতর শারীরিক অবস্থার প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাকে বিদেশে পাঠানোর বিষয়ে আশ্বাস দেন। এ লক্ষ্যে হাদির পরিবার ও ইনকিলাব মঞ্চ সরকারের সঙ্গে যোগাযোগ করলে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়।

সর্বশেষ সিটি স্ক্যানে দেখা গেছে, তার মস্তিষ্কে ফোলা (সেরিব্রাল এডিমা) আগের তুলনায় আরও বেড়েছে, যা চিকিৎসকদের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে ফুসফুসের কার্যকারিতা ও ভেন্টিলেটরের অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে এবং চেস্ট ড্রেইন টিউব সচল আছে।

সংবাদটি শেয়ার করুন