আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সম্প্রতি একজন সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি দুষ্কৃতকারীদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় তিনি শোক প্রকাশ করেন।
রোববার (১৪ ডিসেম্বর) জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছে।
বৈঠকের শুরুতে সিইসি বলেন, “এই ঘটনাটি আমার কাছে একধরনের শক। তফসিল ঘোষণার পরপরই এমন ঘটনা সত্যিই দুঃখজনক। আমরা অবিলম্বে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা এবং করণীয় নির্ধারণের জন্য বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে নির্বাচন কমিশনের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর সৃষ্টি হওয়া আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রয়োজনীয় কার্যক্রম নিয়ে আলোচনা করার জন্য বৈঠক আয়োজন করা হয়েছে বলে উপ-সচিব (নির্বাচন পরিচালনা-২) মোহাম্মদ মনির হোসেন এক লিখিত বার্তায় জানিয়েছেন।




