ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নতুন এমপিও নীতিমালা প্রকাশ

মাদ্রাসা শিক্ষকদের এমপিও বেতন সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তর জানিয়েছে, এমপিও শীট অনুযায়ী শিক্ষক ও কর্মচারীদের বেতন-বিল প্রস্তুত করতে হবে।

রবিবার (১৪ ডিসেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) মোহাম্মদ শুকুর আলম মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর (মাদ্রাসা) প্রধানদের অবগতির জন্য জানানো যাচ্ছে, ১১/১২/২০২৫ তারিখে প্রকাশিত এমপিও শীটে কারিগরি ত্রুটি থাকার কারণে ১৪/১২/২০২৫ তারিখে ইস্যুকৃত এমপিও শীট অনুযায়ী শিক্ষক ও কর্মচারীদের বেতন বিল প্রস্তুত করার জন্য অধ্যক্ষ/সুপারদের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সংবাদটি শেয়ার করুন