অভিনেতা রাশেদ মামুন অপু ও সংবাদ পাঠিকা মমরেনাজ মোমোর দাম্পত্য জীবন ভেঙেছে—এ তথ্য সম্প্রতি নতুন করে আলোচনায় এলেও তাদের বিচ্ছেদ ঘটে ছয় বছর আগেই। বিষয়টি প্রথমবারের মতো প্রকাশ্যে এনেছেন মোমো নিজেই।
রোববার নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, সামাজিক প্রতিবন্ধকতা, ভয় ও লজ্জার কারণে পারস্পরিক সম্মতিতেই দীর্ঘদিন ধরে তারা বিচ্ছেদের বিষয়টি গোপন করে রেখেছিলেন।
মোমো লেখেন, সামাজিক চাপ ও নানা সীমাবদ্ধতার কারণে ছয় বছরের বিচ্ছেদ আড়ালে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সময়ের সঙ্গে সেই গোপনীয়তা দুজনের জন্যই মানসিকভাবে কষ্টের হয়ে উঠছিল। তাই দুজনের সম্মতিতেই এখন বিষয়টি স্পষ্ট করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
দীর্ঘদিন পর বিচ্ছেদের তথ্য প্রকাশ্যে আসায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত অভিনেতা রাশেদ মামুন অপু কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।
জানা গেছে, ব্যক্তিগত এই অধ্যায় পেছনে রেখে তিনি বর্তমানে নতুন সিনেমার প্রস্তুতি নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন।




