২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল আজ রবিবার বিকেলে প্রকাশ করা হয়েছে। এবার পরীক্ষায় পাশের হার দাঁড়িয়েছে ৬৬.৫৭ শতাংশ।
দেশের সেরা পরীক্ষার্থী হয়েছেন জাহাঙ্গীর আলম শান্ত। তার রোল নম্বর ২৪১৩৬৭১। তিনি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ কেন্দ্র থেকে পরীক্ষা দিয়েছেন এবং পেয়েছেন ৯১.২৫ নম্বর।
মোট ১ লাখ ২০ হাজার ৪৪০ জন পরীক্ষার্থী (৯৮.২১%) পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। অনুপস্থিত ছিলেন ২ হাজার ১৯২ জন (১.৭৯%)। পরীক্ষা থেকে দুইজনকে বহিষ্কার করা হয়েছে।
এবারের ভর্তি পরীক্ষায় মোট ৮১ হাজার ৬৪২ জন (৬৬.৫৭%) পাশ করেছেন। এর মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৩১ হাজার ১২৮ জন (৩৮.১৩%) এবং নারী পরীক্ষার্থী ৫০ হাজার ৫১৪ জন (৬১.৮৭%)।
ফলাফল দেখুন:শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে খুব সহজে ফলাফল জানতে পারবেন। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dgme.gov.bd), স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট (www.dghs.gov.bd) এবং সরাসরি (https://result.dghs.gov.bd/) লিংকে ফলাফল পাওয়া যাচ্ছে। ওয়েবসাইটে ‘MBBS Result 2025-2026’ অপশনে গিয়ে রোল নম্বর সাবমিট করলেই কাঙ্ক্ষিত ফলাফল দেখা যাবে। এছাড়া ওয়েবসাইটের নোটিশ বোর্ডে মেধাতালিকার পিডিএফ কপিও প্রকাশ করা হয়েছে।




