ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড় সীমান্তজুড়ে টহল, রেলস্টেশনে যাত্রী তল্লাশি

পঞ্চগড় রেলস্টেশনসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যাত্রীদের ব্যাগ তল্লাশি ও পরিচয় যাচাই করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বিকেল থেকে সীমান্তঘেঁষা অঞ্চলগুলোতে নিরাপত্তা ব্যবস্থায় বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনার পর জেলার সীমান্ত এলাকায় টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। এ বিষয়ে শনিবার (১৩ ডিসেম্বর) রাতে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন এবং রবিবার সকালে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোনো দুষ্কৃতকারী যাতে সীমান্ত পেরিয়ে পালিয়ে যেতে না পারে এবং পার্শ্ববর্তী দেশ থেকে কেউ যেন অবৈধভাবে অস্ত্র বা গোলাবারুদসহ বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে জেলার প্রায় ২৮৮ কিলোমিটার সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

এছাড়া বাংলাবান্ধা স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাতায়াতকারী ব্যক্তিদের কঠোরভাবে তল্লাশি করা হচ্ছে। সন্দেহজনক এলাকায় ডগস্কোয়াড মোতায়েন, গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন এবং যানবাহন তল্লাশির পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় টহল জোরদার করা হয়েছে। কোনোভাবেই যেন অপরাধীরা সীমান্ত ব্যবহার করে পালাতে বা অনুপ্রবেশ করতে না পারে, সে জন্য গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন