প্রাথমিক শিক্ষকদের বেতন কমিশনের সিদ্ধান্তে নির্ভর করবে এবং নতুন ‘ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড)’ কোর্স আগামী জানুয়ারি থেকে চালু হবে।
প্রাথমিক শিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, প্রাথমিক শিক্ষকদের আন্দোলনের বিষয়টি মূলত যৌক্তিক দাবি ভিত্তিক, যা বেতন কমিশনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আন্দোলনের কারণে শিক্ষার্থীদের ক্ষতিপূরণ করতে নতুন পরীক্ষা নেওয়া হবে।
উপদেষ্টা বিধান রঞ্জন রায় জানান, নতুন শিক্ষাবই জেলার পর্যায়ে পৌঁছে গেছে এবং আগামী ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে বিতরণ করা সম্ভব হবে। এছাড়া, শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণে নতুন দিকনির্দেশনা আনতে ডিপিএড কোর্স চালু করা হচ্ছে।
১০ মাস মেয়াদি এই প্রোগ্রামটি দেশের ১২টি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) পাইলটিং ভিত্তিতে বাস্তবায়িত হবে। কোর্সটি শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করবে এবং শিক্ষকতা পেশায় আগ্রহী নতুন প্রজন্ম তৈরি করবে।
উপদেষ্টা আরও বলেন, উন্নত শিক্ষাব্যবস্থার জন্য শিক্ষক হওয়ার আগে প্রশিক্ষণ ও প্রাক-যোগ্যতা থাকা প্রয়োজন। বিভিন্ন দেশে শিক্ষকরা লাইসেন্স ছাড়াই শিক্ষাদানের অনুমতি পান না, ঠিক তেমনি ভবিষ্যতে বাংলাদেশেও প্রাথমিক শিক্ষকদের জন্য অনুরূপ নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেপের মহাপরিচালক ফরিদ আহমদ এবং বিশেষ অতিথি বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী।




