ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মেডিকেল ভর্তি’র ফল প্রকাশে দেরি, আরও এক ঘণ্টার অপেক্ষা

২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সভা এখনও চলছে। রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে শুরু হওয়া এই সভা অন্তত এক ঘণ্টা চলার পরে ফলাফল প্রকাশের বিষয়ে তথ্য জানা যাবে বলে জানিয়েছেন অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর।

 অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর জানান, মিটিং শেষ হতে আরও এক ঘণ্টা লাগতে পারে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেন, ফল প্রস্তুত এবং সারসংক্ষেপ তৈরি করতে কিছুটা সময় লাগছে; দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে প্রকাশ সম্ভব।

সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী, স্বাস্থ্য শিক্ষার সচিব, যুগ্ম সচিব, অধিদপ্তরের ডিজি ও এডিজি (চিকিৎসা শিক্ষা) এবং বুয়েট-ঢাবির কম্পিউটার সায়েন্স বিভাগের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এর আগে, অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন জানিয়েছেন, চূড়ান্ত সময় এখনও নির্ধারিত হয়নি, তবে দুপুর নাগাদ ফল প্রকাশের আশা করা হচ্ছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) অনুষ্ঠিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে ৯৮.২২ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের মোট আসন ১৩ হাজার ৫১টি, যার মধ্যে সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ১০০, সরকারি ডেন্টাল ইউনিটে ৫৪৫টি, বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ১টি এবং ডেন্টাল কলেজে ১ হাজার ৪০৫টি আসন রয়েছে। মোট আবেদনকারী ১ লাখ ২২ হাজার ৬৩২ জন, যার মধ্যে ৪৯ হাজার ২৮ জন ছেলে ও ৭৩ হাজার ৬০৪ জন মেয়ে।

সংবাদটি শেয়ার করুন