ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লির দাসত্ব থেকে বের হয়ে আসতে হবে: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে কোনো ধরনের আপসের সুযোগ নেই।

তার ভাষায়, বাংলাদেশে রাজনীতি করতে হলে অবশ্যই ‘বাংলাদেশপন্থী’ হতে হবে এবং বিদেশি প্রভাব—বিশেষ করে ‘দিল্লির দাসত্ব’—থেকে বের হয়ে আসতে হবে।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রবিবার সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন।

সাদিক কায়েম বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছে। তিনি দাবি করেন, ২০২৪ সালের আন্দোলন দেশকে ‘দিল্লির আজাদী’ থেকে মুক্ত করেছে।

তিনি আরও বলেন, বুদ্ধিজীবীরা সব সময় জাতিকে পথ দেখিয়ে এসেছেন। শহীদ বুদ্ধিজীবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান, যাদের স্বপ্ন ছিল—বুদ্ধিজীবীরাই জাতিকে এগিয়ে নিয়ে যাবেন। তবে দুঃখের বিষয়, সময়ের কিছু বুদ্ধিজীবী ‘ফ্যাসিবাদের স্বার্থ রক্ষা করেছেন’ বলে মন্তব্য করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন