ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সরকার পরিকল্পিত হামলার যথাযথ জবাব দেবে: রিজওয়ানা

তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই এ ধরনের হামলা চালানো হচ্ছে। তিনি বলেন, জনগণ যত বেশি ভোট দিতে প্রস্তুত হচ্ছে, হামলাকারীরা ততই নির্বাচনের পরিবেশ ভীতিকর করার চেষ্টা চালাচ্ছে।

আজ রবিবার (১৪ ডিসেম্বর) সকালে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি এ মন্তব্য করেন।

তথ্য উপদেষ্টা আরও বলেন, সরকার জনগণকে সঙ্গে নিয়ে এই হীন, কাপুরুষোচিত ও পরিকল্পিত হামলার যথাযথ জবাব দেবে।

সেই সঙ্গে তিনি উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় গণমাধ্যম সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি। সৈয়দা রিজওয়ানা বলেন, সাধারণভাবে গণমাধ্যম সব সময় গণতন্ত্রকে সমর্থন করেছে এবং শক্তিশালী ভূমিকা পালন করেছে। তবে জুলাই আন্দোলনের সময়ে তা ব্যর্থ হয়েছে; সঠিক তথ্য প্রচার করা হয়নি, করতে দেওয়া হয়নি।

তিনি বলেন, তথ্যকে সর্বদা বস্তুনিষ্ঠ রাখা প্রয়োজন; কোনো বিকৃতি বা খণ্ডন হওয়া উচিত নয়। গণমাধ্যমকে শক্তিশালী ও জনগণমুখী হিসেবে দেখতে চান তিনি।

অজামিনযোগ্য মামলায় অপরাধীদের জামিন প্রসঙ্গে রিজওয়ানা বলেন, বিচারক চাইলে জামিন দিতে পারেন বা কারাগারে পাঠাতে পারেন। তিনি বলেন, “জামিন না দিলেও সমস্যা। একদিকে বলেন বিনা বিচারে জেলে রাখা হয়েছে, অন্যদিকে বলেন জামিন দিতে।”

রিজওয়ানা হাসান আরও বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে সরকারের অঙ্গীকার রয়েছে। তবে অনেক আগের ঘটনা হওয়ায় তথ্য-প্রমাণ এবং আলামত সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন