ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নিয়াজ আহমদ খান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এ সময় তিনি বলেন, বর্তমান সময়ে জাতি নানা চ্যালেঞ্জের মুখোমুখি। ঘরে বাইরে বহুমুখী শত্রুতা বিদ্যমান, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব রয়েছে।
ড. নিয়াজ আহমদ খান স্মৃতিসৌধে এসে আরও বলেন, “আজ আমরা স্মরণ করছি জাতির সূর্য সন্তানদের, যারা চূড়ান্ত আত্মত্যাগের মাধ্যমে আমাদের সাহস যুগিয়েছেন। তাদের এই সাহস আমরা ১৯৯০ এবং ২০২৪ সালের আন্দোলনে প্রত্যক্ষ করেছি। তাই জাতীয় ঐক্য বজায় রাখা এখন সময়ের প্রয়োজন।”
রায়েরবাজার বধ্যভূমিতে সকাল থেকেই মানুষের ঢল লক্ষ্য করা গেছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন ব্যানার হাতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তবে সরেজমিন দেখা গেছে, রাজনৈতিক নেতাকর্মীদের তুলনায় স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সাধারণ মানুষের উপস্থিতিই বেশি ছিল।




