ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

নির্মম ইতিহাস স্মরণে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার সকালে তারা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন। এসময় গার্ড অব অনার প্রদানের পাশাপাশি বিউগলে করুণ সুর বাজানো হয়।

আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি দখলদার বাহিনী ও তাদের দেশীয় দোসররা বিজয়ের প্রাক্কালে দেশের শ্রেষ্ঠ সন্তানদের লক্ষ্য করে পরিকল্পিত হত্যা চালায়। শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, সাহিত্যিক, শিল্পী ও শিক্ষকসহ বহু বিশিষ্ট মানুষকে তাদের নিজ বাড়ি থেকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে চোখ বেঁধে হত্যা করা হয়। লাশগুলো পরে মিরপুর, রায়েরবাজারসহ রাজধানীর বিভিন্ন বধ্যভূমিতে ফেলে রাখা হয়।

বুদ্ধিজীবী হত্যাযজ্ঞের মাত্র দুই দিন পর ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী জেনারেল নিয়াজির নেতৃত্বে আত্মসমর্পণ করে। স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আত্মপ্রকাশ করলেও জাতির মেধাবী সন্তানদের হারানোর ক্ষত আজও বয়ে বেড়াচ্ছে।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে সরকারিভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথকভাবে স্মরণ অনুষ্ঠান করছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন