ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকার বাতাস অস্বাস্থ্যকর: বায়ুদূষণের শীর্ষে দিল্লি

বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। দীর্ঘদিনের মতো মেগাসিটি ঢাকা এখনও এ সমস্যা থেকে মুক্ত নয়। কিছুদিন আগে শহরের বায়ুমান কিছুটা উন্নতির লক্ষণ দেখিয়েছিল। তবে সম্প্রতি ফের শহরের বাতাসে দূষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৫৪ একিউআই স্কোর নিয়ে ঢাকার অবস্থান বিশ্বের দূষিত শহরের তালিকায় সপ্তম। এ স্কোর অনুযায়ী ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

একই সময়ে ভারতের দিল্লি ৫৬৩ স্কোর নিয়ে শীর্ষে, মিশরের কায়রো ১৯১ স্কোরে দ্বিতীয়, পাকিস্তানের লাহোর সমান স্কোরে তৃতীয়, কলকাতা ১৮১ স্কোরে চতুর্থ এবং ভারতের মুম্বাই ১৬৫ স্কোরে পঞ্চম অবস্থানে রয়েছে।

একিউআই স্কোর বিশ্লেষণ অনুযায়ী, ০–৫০ ভালো, ৫১–১০০ মাঝারি, ১০১–১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১–৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’, যেখানে শিশু, প্রবীণ ও অসুস্থদের বাড়ির ভেতরে থাকতে এবং অন্যদের বাইরে কার্যক্রম সীমিত করতে বলা হয়। ৩০১–৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে ধরা হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে।

সংবাদটি শেয়ার করুন