ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

অনিচ্ছাকৃত ভুলের জন্য রিজভীর দুঃখ প্রকাশ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অনিচ্ছাকৃত ভুল তথ্য প্রকাশের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

শনিবার রাতে একটি সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি আরটিভির লোগো ব্যবহার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের বক্তব্য ফেসবুকে ভাইরাল হয়েছে। এছাড়া শরিফ ওসমান হাদিকে আক্রমণকারী একজন সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে ডাকসুর ভিপির চা খাওয়ার দৃশ্যও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। রিজভী উল্লেখ করেছেন, এই দুটি বিষয় সম্পূর্ণ ভিত্তিহীন এবং এআই জেনারেটেড।

তিনি আরও জানান, ফ্যাক্ট চেক না করে আজ দুপুরে নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক সভায় তিনি এই বিষয়ে বক্তব্য প্রদান করেছিলেন। প্রকাশিত এই অনিচ্ছাকৃত ভুলের জন্য তিনি পুনরায় দুঃখ প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন