ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইঞ্জিন বিকল হয়ে মাঝ সাগরে আটকে পড়ে পর্যটকবাহী জাহাজ

সেন্ট মার্টিন দ্বীপ থেকে কক্সবাজার ফেরার সময় ইঞ্জিন ত্রুটির কারণে মাঝ সাগরে বিপাকে পড়ে কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন নামের একটি পর্যটকবাহী জাহাজ। তিন শতাধিক পর্যটক ফিরছিলেন ভ্রমণ করে ফিরছিলেন। শনিবার বিকেল পাঁচটার দিকে টেকনাফের বাহারছড়া উপকূলবর্তী সাগরে এ ঘটনা ঘটে।

ঘটনার পর জাহাজটি কিছু সময় সাগরেই আটকে থাকে। পরিস্থিতি স্বাভাবিক করতে নৌযানের ইঞ্জিন পরীক্ষা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। এতে যাত্রীদের মধ্যে সাময়িক উদ্বেগ দেখা দিলেও বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর গণমাধ্যমকে জানান, ইঞ্জিনে যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ায় জাহাজটি চলাচল বন্ধ হয়ে যায়। পরে তিনি জাহাজের মাস্টারের সঙ্গে কথা বলে পরিস্থিতির সর্বশেষ অবস্থা নিশ্চিত করেন।

সবশেষে সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে সমস্যা সমাধান হলে জাহাজটি পুনরায় কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। উল্লেখ্য, সরকারি নির্দেশনা অনুযায়ী ১ ডিসেম্বর থেকে কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে জাহাজ চলাচল শুরু হয়েছে, যা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চালু থাকবে।

সংবাদটি শেয়ার করুন