ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নিরাপত্তার চাদরে মোড়ানো হবে ঢাকাকে

সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ঢাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হচ্ছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের জন্য নিরাপত্তা চৌকি বসানো হচ্ছে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে ভোটারদের নিরাপত্তা আর ভোটদান নির্বিঘ্ন করতে। র‌্যাব, বিজিবি, আনসার ও পুলিশ মিলে অর্ধলক্ষাধিক সদস্য নির্বাচনী কাজ করছেন মাঠে।

বহিরাগত এবং যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসি। লাইসেন্সধারী অস্ত্রের মালিকদের সব ধরনের আগ্নেয়াস্ত্রসহ চলাফেরা করতে না করে দেওয়া হয়েছে। সিটি নির্বাচনে জনস্বার্থে নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়েছে।

এর মধ্যেইর গোয়েন্দারা নজরদারি শুরু করেছেন ভোটকেন্দ্রগুলো এবং আশপাশের এলাকার ওপর। নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে কেন্দ্রের গুরুত্ব বিবেচনা করে। সিসি ক্যামেরা বসানো হয়েছে অনেক গুলো কেন্দ্রে। কন্ট্রোলরুম তৈরি করা হয়েছে।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ১ ফেব্রুয়ারি শনিবার। ভোটগ্রহণ চলবে সকাল আটটা থেকে নিয়ে বিকেল চারটা পর্যন্ত।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন