কেরানীগঞ্জের জাবালে নূর মার্কেটে লাগা ভয়াবহ আগুন প্রায় ১২ ঘণ্টার চেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে এসেছে। শনিবার বিকেল ৫টা ৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, অগ্নিকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানাতে ইন্সিডেন্ট কমান্ড পোস্টের সামনে ব্রিফ করবেন প্রতিষ্ঠানটির পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী।
তিনি আরও বলেন, জাবালে নূর মার্কেট থেকে এখন পর্যন্ত ৪৫ জনকে উদ্ধার করা হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানা যায়নি। ভোর সাড়ে পাঁচটা থেকে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট টানা কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপণে আরও সময় লাগবে।
এর আগে দুপুরে লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম জানান, তারা আগুন নিয়ন্ত্রণে আশাবাদী হলেও দাহ্য পদার্থ ও ঘন ধোঁয়ার কারণে নির্বাপণে সময় বাড়ছে। তিনি বলেন, চারদিক থেকে অ্যাটাক করা হচ্ছে, যাতে আগুন পাশের ভবনে না ছড়ায়। ভেতরে প্রচুর ধোঁয়া থাকায় কাজ কঠিন হয়ে পড়ছে।




