ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

হাদির ওপর হামলা নির্বাচনকে প্রভাবিত করবে না: ইসি

ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনাকে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসউদ।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে সংবাদমাধ্যম-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ অবস্থান জানান।

গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোড দিয়ে রিকশাযোগে যাওয়ার সময় হাদির মাথার কাছে পিস্তল ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায় মোটরসাইকেলে আসা দুজন হামলাকারী। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে তাকে স্থানান্তর করা হয় এভারকেয়ার হাসপাতালে, যেখানে তিনি এখনো চিকিৎসাধীন রয়েছেন।

তফসিল ঘোষণার পরদিনই একজন সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থীকে গুলি করার ঘটনায় সরকার–ইসি কোনো সমন্বয় করেছে কি না—এমন প্রশ্নে কমিশনার মাসউদ বলেন, তার জানা মতে এ বিষয়ে বিশেষ কোনো আলোচনা হয়নি। তবে সরকারের দৃশ্যমান পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি জানান, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেছেন এবং হামলাকারীকে ধরতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। এসব ব্যবস্থায় নির্বাচন কমিশন সন্তুষ্ট বলেও তিনি মত দেন।

এ হামলা নির্বাচনে প্রভাব ফেলবে কি না জানতে চাইলে তিনি বলেন, “আমরা মনে করি না। দেশ আমাদের সবার—কাজেই বিচ্ছিন্ন কোনো ঘটনা সামগ্রিক নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করবে না।”

অবৈধ অস্ত্র উদ্ধারে সরকারকে আরও তাগিদ দেওয়া হবে কি না—এ প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে সরকারের প্রতি তাগিদ সবসময় রয়েছে এবং সরকারও নিজস্ব উদ্যোগে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নির্বাচন সামনে রেখে সরকারের নেওয়া পদক্ষেপে ইসি সন্তুষ্ট বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন