রাজধানীর শাহবাগ মোড়ে শনিবার দুপুরে আয়োজিত বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও গণ-প্রতিরোধ সমাবেশে তীব্র বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ইনকিলাব মঞ্চের আয়োজনে দুপুর ১২টার দিকে তিনি সমাবেশে অংশ নিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কড়া সমালোচনা করেন।
সমাবেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, ওসমান হাদির মাথায় গুলি লাগার ঘটনা কেবল একজনের ওপর হামলা নয়; এটি বাংলাদেশের প্রতিটি মানুষের বিবেককে আঘাত করেছে। তার দাবি, গত ১৭ বছর ধরে আওয়ামী লীগের পক্ষে কাজ করা একটি অংশ এখন টকশোর বুদ্ধিজীবী, নাট্যকর্মী কিংবা সাংস্কৃতিক কর্মীর পরিচয়ে নতুনভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, পেশাজীবী বা বুদ্ধিজীবীর মাধ্যমে দিল্লির আধিপত্য বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। এ দেশে বিদেশি প্রভাবের জায়গা নেই বলেও তিনি মন্তব্য করেন।
এনসিপি নেতা দাবি করেন, ফ্যাসিবাদের কোনো রূপই বাংলাদেশে গ্রহণযোগ্য হবে না। গুলশানকেন্দ্রিকভাবে জাতীয় পার্টির নামে যারা আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে, ওসমান হাদি আহত হওয়ার প্রেক্ষাপটে তাদের এক ইঞ্চি জায়গাও দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্রের পথে দেশকে নিতে চেয়েছেন। মতাদর্শ যাই হোক না কেন, একটি ন্যায্য লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর স্বার্থকেন্দ্রিক আচরণের সমালোচনা করে বলেন, ক্ষমতার লোভে কেউ কেউ আওয়ামী লীগের সঙ্গে আপসের পথে হাঁটছে যা দেশের জন্য অশনিসংকেত।




