ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নিরপেক্ষ সরকারের সময়ে এত সন্ত্রাস কেন: প্রশ্ন রিজভীর

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আগে, যখন দেশে একটি নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার দায়িত্বে আছে, তখনই কি এত সন্ত্রাসী কর্মকাণ্ড স্বাভাবিক?

তিনি বলেন, “ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ। তাহলে কি এই সময়ে এত সন্ত্রাসী রাজত্ব করছে? পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় যে সন্ত্রাসী ঘটনা ঘটছে, তা সাধারণ মানুষকে গভীরভাবে ভাবাচ্ছে। মানুষ নানা রকম কথাবার্তা বলছে—এত সন্ত্রাসী কোথা থেকে এসেছে?

শনিবার (১৩ ডিসেম্বর) বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির আলোচনায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার কথা। তিনি প্রশ্ন তোলেন, “কেউ কি পরিকল্পিতভাবে নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করছে, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে?”

তিনি বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের উদাহরণও উল্লেখ করেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলার ঘটনায় বিএনপিকে দায়ী করার চেষ্টা চলছে।

রিজভী বলেন, ঘটনার সঙ্গে সঙ্গে একটি রাজনৈতিক দল ফেসবুকে বার্তা দিচ্ছে, যা সন্দেহ সৃষ্টি করছে। আরও আশ্চর্যজনক, একজন উপদেষ্টা মাত্র চার–পাঁচ দিন আগে ঘোষণা দিয়েছেন, জনগণ তো আমাদের ম্যান্ডেট দেয়নি—তাহলে আমরা কতদিন থাকব।

বিএনপির প্রতিশ্রুতিকে তিনি বাস্তবসম্মত হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, আমাদের প্রতিশ্রুতি কোনো আরব উপন্যাসের মহাকাব্যের মতো নয়। বাগাড়ম্বরের কোনো সুযোগ এখানে নেই। অতীতে যারা ক্ষমতায় ছিলেন, তারা ভয়াবহ ফ্যাসিবাদের ছাপ রেখে ১৫ বছরেরও বেশি সময় ধরে শাসন করেছেন। তখনও ঘরে ঘরে চাকরি দেওয়া, বিনামূল্যে সার দেওয়ার মতো প্রতিশ্রুতি দেওয়া হতো।

রিজভী আরও বলেন, যে সব বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হতো, তা বাস্তবায়ন হতো না। বরং আমরা দেখেছি—টাকা চুরি, হরিলুট, ব্যাংকের অর্থ পকেটে নেওয়া, লুটেরো অর্থনীতির উৎসব। তাই বিএনপির প্রতিশ্রুতি সম্পূর্ণ বাস্তবভিত্তিক। এটা কল্পনার নয়।

সংবাদটি শেয়ার করুন