ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

অনিয়মিতদের পরীক্ষা হবে ২০২৫ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে

২০২৬ সালে যারা অনিয়মিত বা মানোন্নয়ন পরীক্ষার্থী হিসেবে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবে, তাদের জন্য সিলেবাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানানো হয়েছে। এসব পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া হবে ২০২৫ সালের জন্য নির্ধারিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী।

এ বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড একটি অফিসিয়াল চিঠি প্রকাশ করেছে। চিঠির মাধ্যমে সব শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

বোর্ডের চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৫ সালের এইচএসসি ও সমমান এবং আলিম পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসরণ করে অনুষ্ঠিত হয়েছিল। সেই ধারাবাহিকতায় ২০২৬ সালে অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের ক্ষেত্রেও একই সিলেবাস কার্যকর থাকবে।

শিক্ষা বোর্ডগুলোকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলা হয়েছে, ২০২৬ সালের অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের প্রস্তুতি ও মূল্যায়নে যেন ২০২৫ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির বাইরে কোনো বিচ্যুতি না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।

সংবাদটি শেয়ার করুন