ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

হাদির ওপর হা’মলা: আসামি শনাক্ত নিয়ে যা বললেন ডিএমপি কমিশনার

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িত দুর্বৃত্তদের গ্রেফতারে তৎপরতা চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির ৪২তম বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, আমরা ক্রাইম টার্গেটকে খুঁজছি। এখনো ২৪ ঘণ্টা পার হয়নি। হোপফুলি আমরা এটি ডিটেক্ট করতে পারবো।

তিনি আরও জানান, হামলাকারীদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

হামলার সঙ্গে কতজন জড়িত থাকতে পারে এমন প্রশ্নে ডিএমপি কমিশনার বলেন, এখনই এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। আমরা টার্গেটকে শনাক্ত করার চেষ্টা করছি।

আসামির নাম জানতে চাইলে তিনি বলেন, নাম এখনই বলা যাচ্ছে না। আমরা তাকে খুঁজছি এবং জনগণের সহযোগিতা চেয়েছি। আশা করছি খুব দ্রুত আমরা এটি ডিটেক্ট করতে পারবো।

ডিএমপি কমিশনারের ভাষ্য অনুযায়ী, হামলার ঘটনার রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে। পাশাপাশি দ্রুত আসামিদের শনাক্ত ও গ্রেফতারে সাধারণ মানুষের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন